জয়পুরহাটের কালাইয়ে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা মঙ্গলবার ১১মার্চ ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কালাই উপজেলা প্রাণীসম্পদ অফিসার মোঃ মনিরুজ্জামান, কালাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাহিদ হোসেন, কালাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কালাই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুব -উল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ মুনছুর রহমান, বিএনপি নেতা মোঃ আনিছুর রহমান তালুকদার ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, পুনট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোরশেদ আলম, ইফা অফিসার আব্দুর রউফ, কালাই সাংবাদিক পরিষদের সিনিয়র সহ সভাপতি মুনছুর রহমান, কালাই প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম সরোয়ার শিপন, মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফর রহমান, প্রেসক্লাব কালাই এর সভাপতি আতাউর রহমান, কালাই উপজেলা প্রেসক্লাবের সদস্য সামিউল হক সায়িম বক্তব্য রাখেন। সভায় বাল্যবিবাহ, মাদক, ছিনতাই, যানজট রোধে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এদিকে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য বেলা ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে একইদিন দিনে উপজেলা পরিষদে ইসলামিক ফাউণ্ডেশনের একটি আলোচনা সভা সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।