টাইমসবাংলা৭১ নিউজ ডেস্কঃ
করোনাভাইরাস আপডেটঃ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে(কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন এক হাজার ৩০৫ জন। একই সময়ে নতুন করে আরও রেকর্ড চার হাজার আট (৪০০৮) জনের মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল আটানব্বই হাজার চারশত ৮৯ জন।
বুধবার (১৭ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে নিয়মিত ব্রিফিং থেকে।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯২৫ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ৩৮ হাজার ১৮৯ জন।
এ-যাবৎ মোট পরীক্ষা করা হয় ৫ লক্ষ ৫১ হাজার ২৪৪ জন।