বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বিভিন্ন দাবিতে পুঠিয়ায় হেফাজতে ইসলামের মানববন্ধন আওয়ামী লীগের সক্রিয় কর্মী থেকে এখন কালাই জিয়া পরিষদের সভাপতি ডেভিল হান্ড অপারেশন ‘ডেভিল হান্ডের’ অভিযান চালিয়ে  ১নং ওয়ার্ড আওয়ামী লীগ  সভাপতি গ্রেফতার গাইবান্ধা নারী শিশু ধর্ষণ মনের বিরুদ্ধে মিছিল স্লোগান মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনশীল রাখার দাবি জানিয়ে ফুলপুর উপজেলা জামাতে ইসলামের মিছিল। জয়পুরহাট কালাই উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক মিটিং “রংপুর জেলা ডিবি’র অভিযানে মোট ১৫০ পিচ ইয়াবাসহ একজন মাদক কারবারি আটক” প্মিঠাপুকুর থেকে মোঃ ফিরু মিয়া আজ ০৩ মার্চ ২০২৫ খ্রিঃ বেলা ১৫:১০ ঘটিকায় রংপুর জেলা ডিবি’র এসআই (নিরস্ত্র) ভূষণ চন্দ্র বর্মন সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ৩নং পায়রাবন্দ ইউপিস্থ রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর তারাগঞ্জ মোর নামক স্থানের জনৈক রাজ্জাকের চায়ের দোকানের সামনে একটি পুরাতন লাল-কালো রংয়ের অটোরিকশা আটক পূর্বক অভিযুক্ত চালক ১। মোঃ রায়হান (২৫), পিতা- মোঃ নুরুল আমিন, সাং-এরশাদনগর, ব্লক-২, থানা-তাজহাট, আরপিএমপি, রংপুর, জেলা-রংপুরকে বিধি মোতাবেক তল্লাশিকালে অভিযুক্ত চালকের সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত খাকি রংয়ের ছোট বক্সের ভিতরে ভিটা-সি প্যাকেটের ভিতরে ১৫০ (একশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ০৪ পাতা ভিটা-সি টয়াবলেট, ০১টি আমলকি প্লাস সিরাপের প্যাকেট, ০২ প্যাকেট এসএমসি ফ্রুটি (২০*২)=৪০টি, একটি তুলশি সিরাপের প্যাকেট উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করেন। অতঃপর অভিযুক্তকে গ্রেফতার করে জব্দকৃত মালামালসহ থানায় এসে মামলার এজাহার দায়ের করেন। এ ঘটনায় মিঠাপুকুর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয় জয়পুরহাট কালাই জাতীয় দূরযোগ প্রস্তুতি ধর্ষণের বিচারের দাবিতে রাতে বিক্ষোভ তিন বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ‘সদস্য’ মনোনীত লালমাই এর সাদ্দাম শেখ হাসিনার জন্য ভারত ঠিক কতদূর যেতে রাজি? মাধবপুরে বেপরোয়া হয়ে উঠেছে ফল ব্যবসায়ীরা অবাধে বিক্রি হচ্ছে ফরমালিন মিশ্রিত ফল, করোনা মোকাবিলায় নির্দেশনা জারি-মাননীয় প্রধানমন্ত্রী অবৈধ অনৈতিক ওয়েব কনটেন্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা -তথ্যমন্ত্রী বানিজ্য মন্ত্রী টিপু মুন্সি করোনায় আক্রান্ত অধ্যাপক ইলিয়াসের মায়ের মৃত্যুতে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া’র শোক লোহাগাড়ায় এক মসজিদের নাম ব্যবহার করে অন্য মসজিদের ইমাম শীল দিয়ে ৫ হাজার টাকা আত্মসাৎ দেশে গত ২৪ ঘন্টায় আরো ৪৩ জনের মৃত্যু, আক্রান্ত রেকর্ড ৪০০৮, সুস্থ ১৯২৫ মেসি-ফাতির গোলে ক্যাম্প নউয়ে বার্সার জয়

মেসি-ফাতির গোলে ক্যাম্প নউয়ে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক, টাইমসবাংলা৭১ ডটকম

চূড়ার দলের বিপক্ষে তলানির দলের খেলা। হারানোর কিছু ছিল না লেগানেসের। পয়েন্টের জন্য নিজেদের উজাড় করে দিয়েও বার্সেলোনাকে ঠেকাতে পারেনি দলটি। আনসু ফাতি ও লিওনেল মেসির দুই অর্ধের দুই গোলে প্রত্যাশিত জয় তুলে নিয়েছে বার্সেলোনা।

কাম্প নউয়ে মঙ্গলবার ২-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। ফাতি প্রথমার্ধের শেষ দিকে স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান মেসি।

দুই দলের প্রথম দেখায় পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে জিতেছিল বার্সেলোনা। ফিরতি দেখায়ও তিন পয়েন্ট পেতে সংগ্রাম করতে হয়েছে দলটিকে।

লিগ ফেরার পর ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচে বার্সেলোনা শুরু করে ঢিমে তালে। পাঁচ পরিবতর্ন আনা স্বাগতিকদের শুরুতে চমকে দেয় লেগানেস।

একাদশ মিনিটে বার্সেলোনার ত্রাতা নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা ক্লেমোঁ লংলে। মেসার হেড থেকে বল পেয়ে শট নেন মিগেল আনহেল গেররেরো। গোললাইন থেকে ফিরিয়ে দেন ফরাসি ডিফেন্ডার লংলে।

দুই মিনিট পর আবার সুযোগ পান গেররেরো। এবার দুরূহ কোণ থেকে তার নেওয়া শট দূরের পোস্টে লেগে ব্যর্থ হয়।

ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় গত দুই আসরের চ্যাম্পিয়নরা। পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলা লেগানেসের রক্ষণে গিয়ে তেমন একটা সুবিধা করতে পারছিল না তারা।

৩০তম মিনিটে ইভান রাকিতিচের চমৎকার ক্রসে একটুর জন্য হেড লক্ষ্যে রাখতে পারেননি অঁতোয়ান গ্রিজমান। একের পর এক আক্রমণ করে যাওয়া স্বাগতিকরা জালের দেখা পায় ৪২তম মিনিটে। জুনিয়র ফিরপোর বাড়ানো বল পেয়ে জটলা থেকে গড়ানো শটে কিপারকে ফাঁকি দিয়ে ঠিকানা খুঁজে নেন ফাতি।

পরের মিনিটে সের্হিও রবের্তোর ক্রসে হেড লক্ষ্যে রাখতে পারেননি মেসি।

৬৩তম মিনিটে নেলসন সেমেদোর কাছ থেকে বল পেয়ে জালে পাঠিয়েছিলেন গ্রিজমান। ভিএআর প্রযুক্তির সহায়তা নিয়ে গোল দেননি রেফারি। মেসির কাছ থেকে বল পাওয়ার সময় একটুর জন্য অফসাইডে ছিলেন খানিক আগে বদলি নামা সেমেদো।

৬৯তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ডি-বক্সে তিনিই ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পেয়েছিল বার্সেলোনা।

ক্লাব ও জাতীয় দলের হয়ে এটি মেসির ৬৯৯তম গোল। চলতি আসরে ২১তম। করিম বেনজেমার চেয়ে অনেকটা এগিয়ে থেকে গোলদাতার তালিকায় শীর্ষে আছেন বার্সেলোনা অধিনায়ক।

কাম্প নউয়ে মেসির গোল করা ও করানোর সংখ্যা দাঁড়াল ৪৯৯-এ।

৮২তম মিনিটে ব্যবধান কমানোর সুযোগ এসেছিল লেগানেসের সামনে। শট লক্ষ্যে রাখতে পারেনি গিদো কারিয়ো। যোগ করা সময়ে লেগানেস কোচকে লাল কার্ড দেখান রেফারি।

২৯ ম্যাচে ২০ জয় ও চার ড্রয়ে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে নিজেদের অবস্থান সুসংহত করেছে বার্সেলোনা। ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকা রিয়াল মাদ্রিদ আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে খেলবে ভালেন্সিয়ার বিপক্ষে। বিডিনিউজ২৪.কম

Spread the love



“রংপুর জেলা ডিবি’র অভিযানে মোট ১৫০ পিচ ইয়াবাসহ একজন মাদক কারবারি আটক” প্মিঠাপুকুর থেকে মোঃ ফিরু মিয়া আজ ০৩ মার্চ ২০২৫ খ্রিঃ বেলা ১৫:১০ ঘটিকায় রংপুর জেলা ডিবি’র এসআই (নিরস্ত্র) ভূষণ চন্দ্র বর্মন সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ৩নং পায়রাবন্দ ইউপিস্থ রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর তারাগঞ্জ মোর নামক স্থানের জনৈক রাজ্জাকের চায়ের দোকানের সামনে একটি পুরাতন লাল-কালো রংয়ের অটোরিকশা আটক পূর্বক অভিযুক্ত চালক ১। মোঃ রায়হান (২৫), পিতা- মোঃ নুরুল আমিন, সাং-এরশাদনগর, ব্লক-২, থানা-তাজহাট, আরপিএমপি, রংপুর, জেলা-রংপুরকে বিধি মোতাবেক তল্লাশিকালে অভিযুক্ত চালকের সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত খাকি রংয়ের ছোট বক্সের ভিতরে ভিটা-সি প্যাকেটের ভিতরে ১৫০ (একশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ০৪ পাতা ভিটা-সি টয়াবলেট, ০১টি আমলকি প্লাস সিরাপের প্যাকেট, ০২ প্যাকেট এসএমসি ফ্রুটি (২০*২)=৪০টি, একটি তুলশি সিরাপের প্যাকেট উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করেন। অতঃপর অভিযুক্তকে গ্রেফতার করে জব্দকৃত মালামালসহ থানায় এসে মামলার এজাহার দায়ের করেন। এ ঘটনায় মিঠাপুকুর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়