শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
। ‎ বিভিন্ন দাবিতে পুঠিয়ায় হেফাজতে ইসলামের মানববন্ধন আওয়ামী লীগের সক্রিয় কর্মী থেকে এখন কালাই জিয়া পরিষদের সভাপতি ডেভিল হান্ড অপারেশন ‘ডেভিল হান্ডের’ অভিযান চালিয়ে  ১নং ওয়ার্ড আওয়ামী লীগ  সভাপতি গ্রেফতার গাইবান্ধা নারী শিশু ধর্ষণ মনের বিরুদ্ধে মিছিল স্লোগান মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনশীল রাখার দাবি জানিয়ে ফুলপুর উপজেলা জামাতে ইসলামের মিছিল। জয়পুরহাট কালাই উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক মিটিং “রংপুর জেলা ডিবি’র অভিযানে মোট ১৫০ পিচ ইয়াবাসহ একজন মাদক কারবারি আটক” প্মিঠাপুকুর থেকে মোঃ ফিরু মিয়া আজ ০৩ মার্চ ২০২৫ খ্রিঃ বেলা ১৫:১০ ঘটিকায় রংপুর জেলা ডিবি’র এসআই (নিরস্ত্র) ভূষণ চন্দ্র বর্মন সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ৩নং পায়রাবন্দ ইউপিস্থ রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর তারাগঞ্জ মোর নামক স্থানের জনৈক রাজ্জাকের চায়ের দোকানের সামনে একটি পুরাতন লাল-কালো রংয়ের অটোরিকশা আটক পূর্বক অভিযুক্ত চালক ১। মোঃ রায়হান (২৫), পিতা- মোঃ নুরুল আমিন, সাং-এরশাদনগর, ব্লক-২, থানা-তাজহাট, আরপিএমপি, রংপুর, জেলা-রংপুরকে বিধি মোতাবেক তল্লাশিকালে অভিযুক্ত চালকের সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত খাকি রংয়ের ছোট বক্সের ভিতরে ভিটা-সি প্যাকেটের ভিতরে ১৫০ (একশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ০৪ পাতা ভিটা-সি টয়াবলেট, ০১টি আমলকি প্লাস সিরাপের প্যাকেট, ০২ প্যাকেট এসএমসি ফ্রুটি (২০*২)=৪০টি, একটি তুলশি সিরাপের প্যাকেট উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করেন। অতঃপর অভিযুক্তকে গ্রেফতার করে জব্দকৃত মালামালসহ থানায় এসে মামলার এজাহার দায়ের করেন। এ ঘটনায় মিঠাপুকুর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয় জয়পুরহাট কালাই জাতীয় দূরযোগ প্রস্তুতি ধর্ষণের বিচারের দাবিতে রাতে বিক্ষোভ তিন বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ‘সদস্য’ মনোনীত লালমাই এর সাদ্দাম শেখ হাসিনার জন্য ভারত ঠিক কতদূর যেতে রাজি? মাধবপুরে বেপরোয়া হয়ে উঠেছে ফল ব্যবসায়ীরা অবাধে বিক্রি হচ্ছে ফরমালিন মিশ্রিত ফল, করোনা মোকাবিলায় নির্দেশনা জারি-মাননীয় প্রধানমন্ত্রী অবৈধ অনৈতিক ওয়েব কনটেন্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা -তথ্যমন্ত্রী বানিজ্য মন্ত্রী টিপু মুন্সি করোনায় আক্রান্ত অধ্যাপক ইলিয়াসের মায়ের মৃত্যুতে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া’র শোক

। ‎

ৃরংপুরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির বিক্ষোপ ও  স্বারকলিপি প্রদান

‎সাংবাদিক মোঃ উজ্জ্বল সরকার
স্টাফ রিপোর্টর
‎কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইট ভাটায় মোবাইল কোর্ট, জরিমানা বন্ধসহ সাত(৭) দফা দাবীতে রংপুরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির বিক্ষোভ কর্মসূচি পালন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

‎বুধবার (৫ মার্চ) সকালে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি রংপুর জেলা শাখার আয়োজনে রংপুর জিলা স্কুলে সমবেত হয়ে সেখান হতে রংপুর নগরীর মূল-মূল সড়কে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট উপদেষ্টা ও দপ্তর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল স্মারকলিপি গ্রহন করেন।

‎স্মারকলিপি গ্রহনকালে জেলা প্রশাসক আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন, আপনাদের দেয়া স্মারকলিপি প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলের কাছে পৌছে দেয়া হবে। পাশাপাশি আপনাদের কথা প্রধান উপদেষ্টা মহোদয়কে জানানো হবে।

‎আন্দোলনকারীদের দাবী সমূহ হলো, ২০১৩ সালে ইটভাটা নিয়ন্ত্রণ আইনের জিগজাগ ভাটা বৈধ পদ্ধতির উল্লেখ থাকলেও উক্ত আইনের ৮(৩) (ঙ) এবং ৮(৩) (খ) উপ-ধারার “দুরুত্ব নিদিষ্ট” করণের কারণে দেশের কিছু জিগজাগ ইটভাটার মালিকগণ ছাড়পত্র ও লাইসেন্স পাচ্ছেন না। ইতোমধ্যে পরিবেশ অধিদপ্তর হাইব্রীড কিলন এবং ট্যানেল কিলন এর ক্ষেত্রে নিষিদ্ধ এলাকার দুরুত্ব ১০০০ মিটারের পরিবর্তে ৪০০ মিটার নির্ধারণ করেছে। সুতারাং আমাদের জিগজাগ ভাটার জন্য আইনের ৮(৩) (ঙ) ধারায় নিষিদ্ধ এলাকার দুরত্ব ৪০০ মিটার এবং আইনের ৮(৩) (খ) এ বনের দুরত্ব ৭০০ মিটার করে লাইসেন্স ও ছাড়পত্র পাওয়ার জন্য মন্ত্রণালয় কর্তৃক পরিপত্র জারীর মাধ্যমে পরিচালনা করার সুযোগ প্রদানের আবেদন জানাচ্ছি।

‎জিগজাগ ইটভাটায় কোন প্রকার হয়রানী বা মোবাইল কোর্ট করা যাবে না, তাহা না হলে আমরা ভ্যাট-ট্যাক্স দেয়া বন্ধ করে দিতে বাধ্য হবো। কোন ইট ভাটা বন্ধ করতে হলে সরকারীভাবে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে বন্ধ করতে হবে। মাটি কাটার জন্য ডিসির প্রত্যায়নপত্র নেয়ার বিধান বাতিল করতে হবে। পরিবেশগত ছাড়পত্র, ডিসি লাইসেন্স, ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্রাদি ইস্যূ/নবায়নের সময় কেন্দ্রীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রত্যয়ন পত্র বাধ্যতামূলকভাবে জমা দেয়ার বিধান করার প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার অনুরোধ করছি। ইট ভাটাকে শিল্প হিসেবে ঘোষনা দেয়ার দাবি করছি। ইটভাটা পরিচালনায় দীর্ঘ মেয়াদী নীতিমালা প্রণয়ন করতে হবে।

‎এ সময় আন্দোলনকারীরা বলেন আমাদের দাবীসমূহ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের সাথে আলোচনায় না বসলে ঈদের পরে ঢাকায় মহাসমাবেশ, প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত পদযাত্রাসহ কঠোর কর্মসূচি পালন করা হবে। বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি রংপুর জেলা শাখার নেতৃবৃন্দ ও ইটভাটায় কর্মরত সকল শ্রমিকরা উপস্থিত ছিলেন।

Spread the love